জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা কার্যালয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এক জন সহকারী পরিচালক জেলা কার্যালয়ের অফিস প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। এ কার্যালয়টি বতর্মানে কালেক্টরেট ভবন, কুড়িগ্রাম এর নীচ তলার ৬৮ ও ৬৯ নং কক্ষে অবস্থিত। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দেশের নিরক্ষরতা দূরীকরণের পাশাপাশি দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করছে। এ দপ্তরের মাধ্যমে সুবিধা বঞ্চিত নিরক্ষরদেরকে সাক্ষর দান করা হয়। এ ছাড়া বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে নব্য সাক্ষরদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করে তাদেরকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা নীতিমালা অনুযায়ী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপানুষ্ঠানিক শিক্ষা সেক্টরে এপেক্স বডি হিসাবে কাজ করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস